স্থানীয় খেলাধুলাগুলো যেন হারিয়ে না যায়: প্রধানমন্ত্রী

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৮, ১৭:৪৩

সাহস ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যত বেশি খেলাধুলা, সাংস্কৃতিকচর্চায় ছেলেমেয়েদের সম্পৃক্ত করতে পারবো, তত বেশি তাদের চরিত্র দৃঢ় হবে। তারা সুস্বাস্থ্যের অধিকারী হবে, মাদক-জঙ্গির মতো বিপথে যাবে না।’ 

আজ রবিবার (২১ অক্টোবর) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিন তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন উপজেলা পর্যায়ের ৬৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ৬টি জেলার যুব প্রশিক্ষণ কেন্দ্র ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টি স্পোর্টস ইন্ডোর কমপ্লেক্স উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলা একান্তভাবে অপরিহার্য। সারা বাংলাদেশে আমাদের ছেলেমেয়েরা যেন খেলাধুলা করতে পারে, সেদিকে লক্ষ রেখে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। আমরা চাই, ছেলেমেয়েরা যেন আরও বেশি খেলাধুলায় সম্পৃক্ত থাকে। স্থানীয় খেলাধুলাগুলো যেন হারিয়ে না যায়। আমরা সেগুলোকে উৎসাহিত করছি।’

খেলাধুলার সঙ্গে পারিবারিক সম্পৃক্ততার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমাদের পরিবারও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিল। আমি স্পোর্টস পরিবারেরই একজন।’

যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দক্ষ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই।’

অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত