ক্রিকেট বিশ্বকাপে নতুন নিয়ম আইসিসির

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ১৭:০৮

অনলাইন ডেস্ক

ক্রিকেট বিশ্বকাপে যোগ্যতা অর্জনের নতুন নিয়ম চালু করতে যাচ্ছে আইসিসি। ২০২৩ সালের বিশ্বকাপ হবে ভারতে। সেখানেও খেলবে ১০টি দল। কিন্তু সেই ১০টি দল বেছে নেয়া হবে নতুন এক পদ্ধতিতে। মোট ৩২টি দল থেকে ১০টি দল বেছে নেয়া হবে ৬টি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে।

৩২টি দলের মধ্যে থেকে ১৩টি দল অংশ নেবে বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে। যে সিরিজের নামকরণ হয়েছে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ’। প্রতিটা দল ২৪টি করে ম্যাচ খেলবে। সেখান থেকে প্রথম ৮টি দল বিশ্বকাপ খেলার ছাড়পত্র পাবে। বাকি দুটো দলকে বাছা হবে বিভিন্ন আইসিসি প্রতিযোগিতা হওয়ার পরে।

বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয়া ১৩টি দল হল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।

সাহস২৪.কম/খান