রোনালদোর নতুন রেকর্ডের দিনে আটকে গেছে জুভেন্টাস

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৮, ১৬:৫৮

সাহস ডেস্ক

জুভেন্টাসের হয়ে পঞ্চম গোল করে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল করেই গড়েছেন নতুন রেকর্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রথম ফুটবলার হিসেবে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। কিন্তু সিআর সেভেনের মাইলফলক স্পর্শ করার দিনে আটকে গেছে তার দল। মৌসুমের প্রথম ড্র করেছে ‘তুরিনের বুড়িরা’।

২০ অক্টোবর (শনিবার) নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করে জুভেন্টাস। লা লিগায় রিয়ালের হয়ে রোনালদোর গোল ৩১১টি এবং ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছিলেন ৮৪ গোল।

ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু এই দফায় ব্যর্থ হন তিনি। তবে খাতা খুলতে দেরি হয়নি। ১৮ মিনিটেই গোল করেন পর্তুগিজরা। বিরতির পর গোল শোধ করে বেসা। ড্র করলেও ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাসই।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত