আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৮, ১২:৫৩

সাহস ডেস্ক

তিন ম্যাচ এই সিরিজে উদ্বোধনী ম্যাচে দেশের মাটিতে জিম্বাবোর বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। আজ রবিবার দুপুর আড়াইটায় দিবারাত্রির এই ম্যাচটি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে ছাড়া এবারই প্রথম কোনো সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

বেশ কয়েকটি কারণে এই সিরিজ আলোচনার টেবিলে পাচ্ছে বিশেষ জায়গা। একসময়ের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই বিশেষ আকর্ষণ হয়ে থাকলেও এখন দুই দলের শক্তিমত্তায় বেড়েছে পার্থক্য। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বেশ এগিয়ে গেলেও দৃশ্যমান উন্নতি হয়নি জিম্বাবুয়ের ক্রিকেটে। তবুও বন্ধুসুলভ দুই দেশের বা দলের লড়াই ফিরিয়ে আনছে পুরনো যুদ্ধের দামামার বাজনা। এর এটি আরও বেশি শ্রবণযোগ্য হচ্ছে যেন দুই দলের ভক্তরাই নিজেদের ফেভারিট ভাবায়।

স্বাগতিক বাংলাদেশ এই ম্যাচে নামবে যথাসম্ভব পূর্ণ শক্তি নিয়ে। ইনজুরির কারণে সেই ‘পূর্ণ শক্তি’ থেকে আপাতত বাদ পড়তে হয়েছে দলের সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিমের চোটও সেরেছে, সুস্থ আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। রুবেল হোসেনের জ্বর না থাকলে স্কোয়াডের সবাই-ই ফিট থাকতেন শনিবার পর্যন্ত। তবে শেষদিনে সুস্থ হয়ে উঠলে মাঠে দেখাও যেতে পারে এই পেসারকে।

অন্যদিকে সাম্প্রতিক সময়ের সেরা দল নিয়ে সফরে আসা জিম্বাবুয়ের উপর চাপ হয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা সফরের দৃষ্টিকটু ব্যর্থতা ও প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের কাছে পরাজয়। তবে সব গ্লানি পেছনে ফেলে একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই খেলার কথা জানিয়েছে জিম্বাবুয়ে।

দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে রাব্বি মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত