‘হাঁটতে চাইলে দ্রুতই অস্ত্রোপচার করাতে হবে ম্যারাডোনাকে’

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ১৭:১২

সাহস ডেস্ক

ডিয়েগো ম্যারাডোনার অর্থোপেডিক সার্জন জানিয়েছেন, দুই পায়ের তরুণাস্থি ক্ষয় হয়ে গেছে আর্জেন্টাইন কিংবদন্তির। হারম্যান ওচোয়া নামের ওই সার্জন জানিয়েছেন, ‘নিজ পায়ে স্বাভাবিক হাঁটতে চাইলে খুব দ্রুতই পায়ে অস্ত্রোপচার করাতে হবে ম্যারাডোনাকে।’

বর্তমানে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল ডোরাদোস ডে সিনালোয়ার কোচের দায়িত্ব পালন করছেন ম্যারাডোনা। সম্প্রতি একটি ভিডিওতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। ম্যারাডোনা নিজেই জানিয়েছেন লম্বা সময় ধরে এই সমস্যায় ভুগছেন। বহুদিন ধরে জমিয়ে রাখা সেই সমস্যাই এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে।

‘পায়ের হাড়গুলো এখন একে অন্যের সঙ্গে ঘষা খাচ্ছে। তরুণাস্থির অবস্থা বিশেষ সুবিধার নয়। আর এ কারণে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়।’ টিওয়াইসি স্পোর্টস চ্যানেলকে এমনটাই জানিয়েছেন ওচোয়া।

ওচোয়া অবশ্য বলেছেন, সাময়িকভাবে অস্ত্রোপচার ছাড়াও ব্যথা কমানো যাবে। কিন্তু লম্বা ক্যারিয়ারের কথা চিন্তা করলে পায়ে অস্ত্রোপচারের বিকল্প নেই ম্যারাডোনার। আর এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য আর্জেন্টাইন কিংবদন্তিকে অনুরোধ করেছেন ওচোয়া।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত