জিম্বাবুয়ে সিরিজ ঘিরে নিরাপত্তা সমন্বয় সভা

প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১৭:৫৮

সাহস ডেস্ক

চলতি মাসেই শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। এই সিরিজের দুটি ওয়ানডে হবে চট্টগ্রামে। জিম্বাবুয়ের পর সেখানে যাবে ওয়েস্ট ইন্ডিজও। আসন্ন দুটি সিরিজকে ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সার্বিক বিষয় তুলে ধরতে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে বুধবার আয়োজিত হয় এক নিরাপত্তা সমন্বয় সভার।

তিন ওয়ানডে আর দুই টেস্ট খেলতে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২১ অক্টোবর ঢাকার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচে শুরু হবে সিরিজ।

পরে ২৪ এবং ২৬ অক্টোবর বাকি দুটি ওয়ানডে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজকে ঘিরে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ম্যাচের আগে স্টেডিয়াম ও খেলোয়াড়দের হোটেলকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানান উপস্থিত কর্মকর্তারা।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত