আশা করি, মেসির প্রত্যাবর্তনটা রাজকীয় হবে: স্কালোনি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১২:৪০

সাহস ডেস্ক

২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ষোল থেকে বিদায় নিয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই হতাশা কাটিয়ে উঠতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে তারা। রাশিয়া-বিদায় পরবর্তী সময়ে গুয়াতেমালা, কলম্বিয়া ও ইরাকের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উতরে গিয়েছিলেন দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবকটিতে জয় না পেলেও পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়নি। তবে প্রথম বিগ ম্যাচে এসেই ধরা খেলেন তারা।

১৬ অক্টোবর (মঙ্গলবার) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে ম্যাচের শেষ মুহূর্তের নাটকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছেন কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা।

চিরশত্রুদের বিপক্ষে বড্ডভাবে টের পাওয়া গেছে একজন লিওনেল মেসির অভাব। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- জাতীয় দলে কী আর ফিরবেন তিনি? ফিরলেই বা কখন ফিরবেন?

রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির পর জাতীয় দল থেকে বিমুখ আছেন মেসি। অসংখ্যবার প্রত্যাবর্তনের ব্যাপারে জানতে চাইলেও মুখে রয়েছেন কুলুপ এঁটে। এ নিশ্চুপ নীরবতায় তার আন্তর্জাতিক ফুটবলে ফেরা না ফেরা চরম অনিশ্চতায় ফেলেছে।

তবে ছোট ম্যাজিসিয়ানকে ফিরে পাওয়ার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি। তার স্পষ্ট স্বীকারোক্তি, ‘আমি মেসির সঙ্গে সাক্ষাত করেছি। তার সঙ্গে কথা বলেই তাকে স্কোয়াডের বাইরে রেখেছি। আমরা নতুন একটি দল গড়ার চেষ্টা করছি। আশা করছি, সময়মতো সে ফিরে আসবে। সবার সঙ্গে খাপখাইয়ে নেবে।’

তিনি আরো বলেন, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। এখনও দলকে দেয়ার মতো তার অনেক কিছু আছে। শেষ পর্যন্ত সে ফিরবেই। আশা করি, ওর প্রত্যাবর্তনটা রাজকীয় হবে।’

ফুটবলের বরপুত্র না ফিরলেও দলের কৌশল কেমন হবে তা নির্ধারণ করে রেখেছেন স্কালোনি, ‘বার্সা তারকা না ফিরলে আমরা দল হয়ে খেলার চেষ্টা করব। সবার মধ্যে সমন্বয় গড়ে তোলার চেষ্টা করব। দল হয়ে খেলতে পারলে আমাদের হারানো কষ্টকর হবে। এটিই আমাদের ধারণা।’

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত