শেরেবাংলা স্টেডিয়ামে সাকিব-তামিম

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ২৩:২৭

সাহস ডেস্ক

সাকিব অবশ্য হাসিমুখেই দু’দিন আগে মেলবোর্ন থেকে ফিরেছেন। আজ হাসিমুখে এলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। দেশে ফিরেই সাকিব জানিয়েছেন, হাতের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। হাতের শক্তি ফিরে পাওয়ার ওপর নির্ভর করছে, কবে তিনি মাঠে ফিরতে পারেন।

ড্রেসিংরুমে সাকিবের আঙুল গভীর মনোযোগ দিয়ে দেখলেন ফিজিও থিহান চন্দ্রমোহন। অভিযোগ উঠেছে, এশিয়া কাপে ফিজিওর ভুলে সাকিবের চোট পাওয়া বাঁ-হাতের কড়ে আঙুল থেকে সংক্রমণ (ইনফেকশন) ছড়িয়ে পড়ে। পুঁজ জমে মারাত্মক অবস্থা হয়। মেলবোর্ন থেকে ঘুরে আসার পর সাকিবের আঙুলের কী অবস্থা, সেটি পর্যবেক্ষণ করলেন ফিজিও থিহান।

আজ ১৬ অক্টোবর (মঙ্গলবার) হাতে চোট পাওয়া তামিম ইকবালও এসেছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে দেখা করে গেছেন হাসিমুখে।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত