শ্রীলঙ্কায় ইংলিশদের অনুশিলন চলাকালীন হাজির হলো সাপ (ভিডিও)

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৮, ১৫:২২ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১৫:২৬

অনলাইন ডেস্ক

পাঁচ ওয়ানডে, তিন টেস্ট এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে ইংল্যান্ড। ডাম্বুলায় লঙ্কাবধের অনুশীলন সাড়ছিলেন ইংলিশরা। কিন্তু আচমকাই হাজির হলো এক অচেনা অতিথি। আর কেউ নয় সেই অতিথি হল একটি সাপ।

ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষ থেকে টুইট করে বিষয়টি সামনে আনা হয়েছে। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠের দায়িত্বে থাকা দুই জন কর্মী সাপটিকে নিজেদের নাগালে আনার চেষ্টা করছেন। আর ইংল্যান্ড দলের সঙ্গে থাকা কর্মীরা আর সময় নষ্ট না করে ছবি তুলতে শুরু করেন।

এদিকে দুই দলের মধ্যে ওয়ানডে সিরিজ চলছে। প্রথম দুটি ম্যাচেই বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয়টি ঠিকই জিতে নিয়েছে ইংলিশরা।

ডাকওয়ার্থ লুইস (ডি/এল) পদ্ধতিতে সফরকারীরা জেতে ৩১ রানে। অধিনায়ক ইয়ন মরগান করেন ৯২ রারে সুবাদে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৭৮ রান করতে সক্ষম হয় ইংলিশরা।

জবাবে ২৯ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে স্বাগতিকরা। ঠিক তখনই বন্ধ হয়ে যায় খেলা। আর এরপরই সমীকরণের হিসেবে ম্যাচটি নিজেদের করে নেয় ইংল্যান্ড।

আগামীকাল ১৭ অক্টোবর (বুধবার) সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি। বাংলাদেশ সময় বিকেল তিনটা শুরু হবে ম্যাচটি।

সাহস২৪.কম/খান