ক্লাবে না থাকায় নাসিরউদ্দীনের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৮, ১৪:৫৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১৫:১০

অনলাইন ডেস্ক

গত মৌসুমে ঢাকা আবাহনীর ফেডারেশন কাপ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ে বড় ভূমিকা ছিল ডিফেন্ডার নাসিরউদ্দীন চৌধুরীর। পরে আবাহনীর কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে দলে থাকার কথা ছিল এই ডিফেন্ডারের। কিন্তু এবার তার দলে থাকা নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল আকাশী-নীল দল। আর এ নিয়েই তার বিরুদ্ধে অভিযোগ করেছে ক্লাব কর্তৃপক্ষ।

আবাহনীর অভিযোগ, তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েও নবাগত বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন নাসির। পেশাদার লিগের সফলতম দলটির ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘নাসির আমাদের কাছ থেকে অগ্রিম পারিশ্রমিক নিয়েছিল। কিন্তু কী মনে করে সে আবাহনী ছেড়ে দিয়েছে, চুক্তি ভঙ্গ করেছে। নাসির এখনও আমাদের খেলোয়াড়। বিষয়টি নিয়ে আমরা বাফুফের কাছে যাবো।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নাসির বলেছেন, ‘আমি ব্যক্তিগত কারণে আবাহনী ছেড়েছি। এখন আবাহনী আমাকে তাদের খেলোয়াড় দাবি করলে আমার কিছু করার নেই। এটা তাদের ব্যাপার। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। আমি শুধু এটা জানি, এবার বসুন্ধরা কিংসের হয়ে খেলবো।’

নাসির জানিয়েছেন, ৫০ লাখ টাকায় বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন তিনি।

সাহস২৪.কম/খান