ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার ম্যাচে গোলশূন্য ড্র

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ১৯:৩৭

সাহস ডেস্ক

২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বিশ্বকাপের রানার্সআপ দল ক্রোয়েশিয়া। কিন্তু উয়েফা নেশনস লিগের ম্যাচে সেই ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ক্রোয়েশিয়া।

১২ অক্টোবর (শুক্রবার) রাতে ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ক্রোয়েশিয়া।

এদিন ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইংল্যান্ড। ৫৪ শতাংশ বল দখল রাখে ইংলিশরা। স্বাগতিক ক্রোয়েশিয়ার দখলে ছিল ৪৬ শতাংশ সময়।

এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে গ্রুপ-৪ এ এক পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইংলিশরা। দুই ম্যাচ খেলে তারা একটিতে হেরেছে ও একটিতে ড্র করে। এক পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া আছে তৃতীয় অবস্থানে। তারাও দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। এই গ্রুপে সেরা অবস্থানে রয়েছে স্পেন। দুই ম্যাচ খেলে তারা দুইটিতেই জিতেছে।

রাতের অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে অস্ট্রিয়া, একই ব্যবধানে এস্তোনিয়াকে ফিনল্যান্ড এবং গ্রিসকে হারায় হাঙ্গেরি। লুক্সেমবার্গের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে বেলারুশ। এছাড়া সান মেরিনোকে ২-০ গোলে হারায় মলদোভা।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত