হকিতে কানাডাকে হারিয়ে জয়ের দেখা পেল বাংলাদেশ

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ১২:৪০

সাহস ডেস্ক

যুব অলিম্পিকে অবশেষে সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। আর্জেন্টিনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার হকি ইভেন্টে আজ কানাডাকে হারিয়েছে টাইগাররা। প্রথম তিন ম্যাচে ভারত অস্ট্রেলিয়া ও অস্ট্রিয়ার কাছে হারের পর এই জয় পেল বাংলাদেশের যুব হকি দল।

১১ অক্টোবর (বৃহস্পতিবার) আর্জেন্টিনায় হকি ইভেন্টে কানাডাকে ৫-২ গোলে বাংলাদেশের যুব হকি দল।

প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই ফাইভ-এ-সাইড। আজ কানাডার বিপক্ষে ম্যাচটির প্রথমার্ধ ছিল ১-১ সমতা। কিন্তু দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি কানাডিয়ানরা। চারটি গোল এই অর্ধেই হয়। বাংলাদেশের পক্ষে দুই গোল করেছেন সাইফুল আলম। একটি করে গোল করেছেন হাসান মোহাম্মদ, সোহাসুর রহমান ও আরশাদ হোসেন।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়েও বাংলাদেশ হারে ৪-৩ গোলে। পরের ম্যাচে অস্ট্রিয়ার কাছে হারটা ছিল ৩-০ গোলে।

যুব অলিম্পিকে বাংলাদেশ হকি, আর্চারি আর শুটিংয়ে অংশ নিয়েছে।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত