ব্যালন ডি’অরের জন্য ৩০ ফুটবলারের তালিকা

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১২:৪২

সাহস ডেস্ক

ফরাসি ফুটবল ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ২০১৮ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরের জন্য ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমারের সঙ্গে জায়গা পেয়েছেন লুকা মদ্রিচ, পল পগবা, থিবো কোর্তোয়া ও এডিন হ্যাজার্ড।

অল্পের জন্য ফিফার দ্য বেস্ট জেতা হয়নি। রোনালদো পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। তবে ব্যালন ডি’অরের জন্য সোমবার প্রথম মনোনয়ন পেয়েছেনন সিআর সেভেনই।

০৮ অক্টোবর (সোমবার) মনোনীত ফুটবলারদের তালিকা করা হয়েছে।

তবে মনোনয়নের থাকলেও রোনালদো এবার ব্যালন ডি’অর জিততে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন, সদ্য তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ বাছাইয়ের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ফিফা বেস্ট ও উয়েফার বর্ষসেরা জেতার পর ব্যালন ডি’অরেও পাল্লা ভারি মদ্রিচের। আবার মেসির সম্ভাবনা কম, কারণ তার ঝুলিতে এক লা লিগা ছাড়া কিছুই নেই। ইউরোপের টপ স্কোরার হলেও এলএম টেন চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপে ভালো করতে পারেননি।

অনেকে আবার অ্যান্থনিও গ্রিজম্যানের দাবির কথা বলছেন। কারণ তার পকেটে আছে বিশ্বকাপ ও ইউরোপা লিগ। সেক্ষেত্রে ফিফা বেস্ট ও উয়েফা বর্ষসেরার মতো ব্যালন ডি’অরেও মেসি-রোনালদোর দশ বছরের দাপট থেমে যেতেপারে।

ব্যালন ডি’অর ২০১৮: মনোনীত ফুটবলার

১. ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস/পর্তুগাল)
২. সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি/আর্জেন্টিনা)
৩. গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ/ওয়েলস)
৪. অ্যালিসন বেকার (লিভারপুল/ব্রাজিল)
৫. করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)
৬. এডিনসন কাভানি (পিএসজি/উরুগুয়ে)
৭. থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম)
৮. কেভিন ডি ব্রুইন (ম্যাসচেস্টার সিটি/বেলজিয়াম)
৯. রবের্তো ফিরমিনো (লিভারপুল/ব্রাজিল)
১০. ডিয়েগো গোডিন (অ্যাটলেটিকো মাদ্রিদ/উরুগুয়ে)
১১. অ্যান্থনিও গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ/ফ্রান্স)
১২. এডিন হ্যাজার্ড (চেলসি/বেলজিয়াম)
১৩. ইসকো (রিয়াল মাদ্রিদ/স্পেন)
১৪. হ্যারি কেন (টটেনহ্যাম হটস্পার/ইংল্যান্ড)
১৫. এনগোলো কন্তে (চেলসি/ফ্রান্স)
১৬. হুগো লরিস (টটেনহ্যাম হটস্পার/ফ্রান্স)
১৭. মারিও মানজুকিচ (জুভেন্টাস/ক্রোয়েশিয়া)
১৮. সাদিও মানে (লিভারপুল/সেনেগাল)
১৯. মার্সেলো (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল)
২০. কাইলিয়ান এমবাপে (পিএসজি/ফ্রান্স)
২১. লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা)
২২. লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া)
২৩ নেইমার (পিএসজি/ব্রাজিল)
২৪. জেন ও’ব্লাক (অ্যাটলেটিকো মাদ্রিদ/স্লোভেনিয়া)
২৫. পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড/ফ্রান্স)
২৬. ইভান রাকিটিচ (বার্সেলোনা/ক্রোয়েশিয়া)
২৭. সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ/স্পেন)
২৮. মোহামেদ সালাহ (লিভারপুল/মিশর)
২৯. লুইস সুয়ারেজ (বার্সেলোনা/উরুগুয়ে)
৩০. রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত