জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের সাফল্যে মামুন-সুমাইয়া

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১২

সাহস ডেস্ক

জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের অনূর্ধ্ব-১৭ বিভাগে দ্রুততম মানব-মানবীর পুরস্কার উঠেছে মামুন আলী ও সুমাইয়া দেওয়ানের হাতে। দুজনই বিকেএসপির ছাত্র-ছাত্রী। আগের দিন অনূর্ধ্ব-১৯ বিভাগে দ্রুততম মানব-মানবী হয়েছিলেন শাওন আহমেদ ও রূপা খাতুন।

২৯ সেপ্টেম্বর (শনিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ১০০ মিটার স্প্রিন্টে সবাইকে পেছনে ফেলে উচ্ছ্বসিত মামুন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের লক্ষ্য তার, ‘ভবিষ্যতে জাতীয় অ্যাথলেটিকসে ভালো করার পাশাপাশি এসএ গেমসে দেশের হয়ে পদক জিততে চাই।’

সুমাইয়ার দারুণ কাটছে সময়টা। লং জাম্প আর ৪০০ মিটারের পর ১০০ মিটারেও সাফল্য পেয়ে তিনি দারুণ খুশি, ‘আমি অনেক বড় অ্যাথলেট হতে চাই। জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিততে চাই।’

প্রতিযোগিতার শেষ দিনে চারটি রেকর্ড হয়েছে। হাই জাম্পে বিকেএসপির জিহান, জ্যাভলিন থ্রোতে নড়াইলের নমিতা কর্মকার, ডিসকাস থ্রোতে বিকেএসপির লিমন হোসেন এবং লং জাম্পে যশোরের আকরাম হোসেন রেকর্ড গড়ে সোনা জিতেছেন।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত