মেসি বিহীন আর্জেন্টিনার ‘ড্র’

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৭

অনলাইন ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসি-আগুয়েরো-ডিমারিয়া বিহীন প্রথম ম্যাচে গুয়েতামালাকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোল শূন্য ‘ড্র’ নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

আজ ১২ সেপ্টেম্বর (বুধবার) নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয় দু্ই দল। 

প্রীতি ম্যাচটির প্রথম আধাঘণ্টা নিজেদের নিয়ন্ত্রণেই রাখে দুইবারের বিশ্বসেরা দলটি। ব্যর্থ হতে হয় মাউরো ইকার্দির মতো তারকাকে। প্রথমার্ধ শেষ হবার আগে আর্জেন্টাইনদের ওপর চড়াও হতে থাকে কলম্বিয়া। তবে কোনও দলই গোল না পাওয়ায় হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়।

বিরতির পর এক্সকুইয়েল প্যালাসিয়োসে বদলে মাঠে নামানো হয় জুভেন্টাস তারকা পাউলো দিবালাকে। এরপর বেশ কয়েকবার আক্রমণ চালাতে থাকে আলবিসেলেস্তেরা। যদিও নতুন আর্জেন্টিনার তুলনায় রাদেমাল ফ্যালকাওয়ের নেতৃত্বাধীন দলটি সব মিলিয়ে ভালো পারফর্ম করে। শেষ পর্যন্ত কোনও দলই গোল করতে সক্ষম হয়নি।

সাহস২৪.কম/খান/আল মনসুর