মাদাগাস্কার-সেনেগাল ম্যাচ দেখতে গিয়ে নিহত ১

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৫

অনলাইন ডেস্ক

একটি মাত্র গেট দিয়ে শতশত মানুষ স্টেডিয়ামে ঢুকতে গিয়ে মাদাগাস্কার স্টেডিয়ামে হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৪০ জন আহত এবং একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আফ্রিকা কাপ অব ন্যাশন্স টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে এই দুর্ঘটনা ঘটে। ম্যাচটিতে মাদাগাস্কারের প্রতিপক্ষ ছিল সেনেগাল। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

বিবিসি তাদের খবরে জানিয়েছে, সকাল থেকে অনেক লোক স্টেডিয়ামুখী হতে থাকে। ম্যাচ শুরু হতে হতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এত বড় ম্যাচে কেন একটি মাত্র গেট খোলা ছিল তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

এই ম্যাচে মাঠে নামেন লিভারপুলের ফরোয়ার্ড, সেনেগালের অন্যতম ভরসা সাদিও মানে। ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়।

স্টেডিয়াম দুর্ঘটনায় মারা যাওয়া আফ্রিকায় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

২০০১ সালে ঘানার একটি স্টেডিয়ামে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২৭ জন মারা যায়। ২০১২ সালে মারা যায় ৭৪ জন। গত বছর সেনেগালের আরেকটি ম্যাচে হুড়োহুড়িতে আট জন মারা যায়।

সাহস২৪.কম/খান/আল মনসুর