সত্যিকারের দলীয় খেলোয়াড় বেনজেমা: জিদান

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৩

সাহস ডেস্ক

‘সত্যিকারের দলীয় খেলোয়াড়’ ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা বলেছেন রিয়ালের সেরা কোচ জিনেদিন জিদান। রিয়াল ছেড়েছেন রোনালদো। ক্লাবটি হাঁটছে তাদের নিজের মতো করে। সেই পথচলায় তাদের অন্যতম ভরসার নাম বেনজেমা। এক সময়ের শিষ্যকে নিয়ে এমন মন্তব্য করলেন জিদান।

‘বেনজেমা দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। সে যেভাবে আক্রমণ করতে চায় সেটি দারুণ। একজন সত্যিকারের টিম ম্যান,’ উয়েফার সঙ্গে আলাপকালে বলেন জিদান।

দলে বেনজেমার গুরুত্ব উল্লেখ করে জিদান বলেন, ‘সতীর্থদের সঙ্গে নিয়ে বল দখলের লড়াইয়ে সে দারুণ সাহায্য করে।’

জিদান শুধু বেনজেমাকে নিয়েই কথা বলেননি। প্রশংসায় ভাসিয়েছেন রামোস এবং রোনালদোকেও, ‘দুজনের প্রাণশক্তি অনেক। দলে তাদের প্রভাব রয়েছে। রামোস, রোনালদো সহজাত নেতা। মাঠে রোনালদোর উপস্থিতি সতীর্থদের অনুপ্রাণিত করে।’

জিদান মে মাসে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়েন। ক্লাবটির হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি একবার লা লিগা, দুইবার ক্লাব বিশ্বকাপ এবং দুইবার উয়েফা সুপার কাপ জিতেছেন।

এসবের মধ্যে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জয়কে বিশেষ কিছু বলছেন, ‘নানা কারণে চ্যাম্পিয়ন্স লিগ বিশেষ কিছু। প্রথমত কোচ হিসেবে এটি আমার প্রথম অর্জন। দ্বিতীয়ত এর প্রতীকী অর্থ রয়েছে। তৃতীয়ত রিয়ালে আমার ক্যারিয়ারে এটি অন্যরকম মাত্রা যোগ করেছে।’

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত