‘দলের স্বার্থে রিজার্ভ বেঞ্চেও বসতে হতে পারে রোনালদোকে’

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৫

সাহস ডেস্ক

জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি জানিয়ে দিয়েছেন, দলের স্বার্থে কখনো কখনো রিজার্ভ বেঞ্চেও বসতে হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোকে। রিয়াল মাদ্রিদে যেভাবে তাকে নিয়ন্ত্রণ করতেন জিনেদিন জিদান, ঠিক সেভাবেই সিআর সেভেনকে খেলানোর চেষ্টা করবেন জুভ বস।

০৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) ইতালীয় স‌ংবাদমাধ্যমকে আলেগ্রি বলেছেন, ‘রোনালদোকে এটা বুঝতে হবে যে, দলের স্বার্থই আসল। তাই কখনো হয়তো রিজার্ভ বেঞ্চেও বসতে হতে পারে রোনালদোকে। আবার কোনো ম্যাচে হয়তো ৩০ মিনিটের জন্য নামানো হতে পারে।’

অনুশীলন ম্যাচে গোল পেলেও জুভেন্টাসের জার্সিতে এখনো অফিসিয়াল গোল পাননি পর্তুগিজ তারকা। তাহলে কি রোনালদোর ফর্মের কারণেই এই ইঙ্গিত?

আলেগ্রি অবশ্য বলছেন, ‘প্রত্যেকেরই বিশ্রাম প্রয়োজন। তাই সবাইকে ঠিকমতো বিশ্রাম দিয়ে খেলানো হবে। রিয়াল মাদ্রিদও এভাবেই দলের ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলায়।’

যদিও জুভেন্টাস কোচ জানিয়েছেন, ‘প্রস্তুতিতে কোনো রকম ফাঁকি দেন না এই ফুটবল মহাতারকা।’

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত