বিপিএলে থাকছে ডিআরএস

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৭

সাহস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে সংযোজন হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের বৈঠকে উভয় পক্ষ এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে।

০১ সেপ্টেম্বর (শনিবার) মিরপুরে সভা শেষে সংবাদমাধ্যমকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এসব তথ্য জানান। 

আম্পায়ারিং নিয়ে বিপিএলে খুব বেশি বিতর্ক দেখা যায়নি। তারপরও আরও স্বচ্ছতা আনার লক্ষ্যে প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। ইনিংসে একটি করে রিভিউ নেয়ার সুযোগ পাবেন দলগুলো। প্রতি ম্যাচে একজন করে বিদেশি আম্পায়ার রাখার বিষয়টিও চূড়ান্ত হয়েছে।

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট।

আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। চলতি বছরের অক্টোবরে শুরুর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে তিন মাস পিছিয়ে ২০১৯ সালের ৫ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।

স্থানীয় ও বিদেশি মি‌লে ৪জন ক্রিকেটার রিটেইন করতে পারবে দলগুলো। তাদের বাইরে গত আসরের ড্রাফটে যেসব খেলোয়াড় ছিলেন তাদের সবাইকে তোলা হবে ড্রাফটে। এর বাইরে দুজন করে বিদেশি ক্রিকেটারকে দলে পরবর্তীতে অন্তর্ভুক্ত করা যাবে বলে জানান মল্লিক।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত