আবারও ছোট বোনের কাছে বড় বোনের হার

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১

সাহস ডেস্ক

আবারও ছোট বোনের কাছে হার মানতে হল বড় বোনের। যুক্তরাষ্ট্র ওপেনে ভেনাস উইলিয়ামসের বিরুদ্ধে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। দু’জনের ৩০তম সাক্ষাতে ছোট বোন জয় পেয়েছেন ৬-১ ও ৬-২ গেমে। এই জয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন মার্কিন কৃষ্ণকলি।

৩১ আগস্ট (শুক্রবার) ৩০তম সাক্ষাতে ছোট বোনের কাছে হেরেছে বড় বোন।

২০ বছর আগে ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে শুরু উইলিয়ামস বোনদের দ্বৈরথ। বড় বোন ভেনাস শুরুতে এগিয়ে থাকলেও পরে তাকে ছাড়িয়ে যান ছোট বোন সেরেনা। সেই ধারা শুক্রবারও অব্যাহত রাখলেন।

৩০বার একে অপরের বিপক্ষে লড়লেন উইলিয়ামস বোনেরা। ১৮ জয়ে বড় বোনের থেকে এগিয়ে থাকলেন সেরেনা। ভেনাস পেয়েছেন ১২ ম্যাচে জয়। গ্র্যান্ডস্লামে ১৫ লড়াইয়ে এখন ১১ জয় নিয়ে এগিয়ে সেরেনা। শুক্রবার ভেনাসের সামনে সুযোগ ছিল সেই ব্যবধান কমিয়ে আনার। তবে তাতে তিনি সফল হননি।

ম্যাচ শেষে সেরেনা বলেছেন, ‘মা হয়ে কোর্টে ফেরার পর এটাই আমার সেরা ম্যাচ।’

আর হারের পর ছোট বোন সম্পর্কে ভেনাসের মন্তব্য, ‘সেরেনার মুখোমুখি হওয়াটা মোটেই সহজ ব্যাপার না। সে আমার সেরা বন্ধু। আমার দুনিয়া বলতে তাকেই বুঝি। সে যতবার হারে, আমার অনুভূতিটা তার মতোই হয়।’

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত