আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ‘এ’ দলের

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১৮:১৪

সাহস ডেস্ক

তিন ম্যাচের আনঅফিসিয়াল টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। যদিও বৃষ্টি বিঘ্নিত সিরিজ নির্ধারণী এ ম্যাচটি ছিল ১৮ ওভারের।

১৭ আগস্ট (শুক্রবার) ডাবলিনে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৩ রান তোলেন আইরিশরা। পরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

ম্যাচে ওপেনার মিঠুন ও সৌম্য সরকারের ১১৭ রানের দারুণ জুটিতে ভর করে সহজ জয় ঘরে তুলে নেয় বাংলাদেশ।

সৌম্য ৩০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলেন। আর মিঠুন মাত্র ৩৯ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৮০ রান করেন।।

আইরিশদের পক্ষে পোর্টারফিল্ড ৩৯ বলে খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন। আরেক ব্যাটসম্যান সিমি ৪১ বলে করেন ৬৭ রান।

২৮ রানের বিনিময়ে স্বাগতিকদের ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে দারুণ বল করেন তরুণ পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের সৌম্য সরকার।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত