নাসির জামশেদকে ১০ বছর নিষিদ্ধ করেছে পিসিবি

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৮, ১৫:১৪

সাহস ডেস্ক

স্পট ফিক্সিংয়ের বিপক্ষে সোচ্চার গোটা ক্রিকেটবিশ্ব। বিশেষ করে তা দমাতে কোমর কষে নেমেছে পাকিস্তান। এবার তার অনন্য নজির স্থাপন করল ফিক্সিংয়ের আঁতুড়ঘরখ্যাত দেশটি। পিএসএলে ম্যাচ পাতানোর দায়ে সব ধরনের ক্রিকেটে ওপেনার নাসির জামশেদকে ১০ বছর নিষিদ্ধ করেছে পিসিবি।

পিএসএলের ২০১৬-১৭ মৌসুমে ম্যাচ গড়াপেটার দায়ে অভিযুক্ত হন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। এর মধ্যে অন্যতম ছিলেন নাসির। তবে চলতি বছরের এপ্রিলে সেই অভিযোগ অস্বীকার করেন তিনি। ফলে বাধ্য হয়ে তিন সদস্যের দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল গঠন করেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। যেখানে ছিলেন সাবেক তিন ক্রিকেটার ফজলে মিরান চৌহান, শাহজাইব মাকসুদ ও আকিব জাভেদ। সেই ট্রাইব্যুনালই তাকে ১০ বছর নিষিদ্ধ করল।

গেল ১০ আগস্ট একই অভিযোগে সব ফরম্যাটের ক্রিকেটে শাহজাইব হাসানকে ৪ বছর নিষিদ্ধ করে পিসিবি। এর ঠিক এক সপ্তাহ পর ১০ বছরের নিষেধাজ্ঞা পেলেন জামশেদ। এ ছাড়া একই ঘটনায় বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন শারজিল খান, খালিদ লতিফ, মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নওয়াজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত