রজার্স কাপ শিরোপা জিতলেন নাদাল

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৮, ১৬:৪০ | আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ১৬:৫০

অনলাইন ডেস্ক

রজার্স কাপ ফাইনালে স্টেফানোস সিসিপাসকে হারিয়ে শিরোপা জিতলেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। র‌্যাংকিংয়েও থাকলেন প্রথম স্থানে। যদিও এদিন ছিল গ্রিক রাজপুত্র স্টেফানোস সিসিপাসের ২০তম জন্মদিন। জন্মদিনে গ্রিক রাজপুত্রের স্বপ্নটা পুরন হলো না। 

১২ আগস্ট (রবিবার) গ্রিক রাজপুত্রকে ৬-২, ৭-৬ (৭/৪) সেটে হারিয়েছে রাফায়েল নাদাল।

এ নিয়ে ক্যারিয়ারে চতুর্থ রজার্স কাপ জিতলেন নাদাল। সব মিলিয়ে ক্যারিয়ারে এটি তার ৮০তম এটিপি ট্যুর ট্রফি। যার মধ্যে এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাস্টার্স ১০০০ ট্রফি সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৩-এ। এর আগে ২০০৫, ২০০৮ ও ২০১৩ সালে রজার্স কাপ জিতেছিলেন তিনি। এবারের মতো ২০০৮ সালের শিরোপা এসেছিল টরন্টোর হার্ড কোর্ট থেকে। বাকি দুবার মন্ট্রিলে রজার্স চ্যাম্পিয়ন হন রাফা।

এ নিয়ে চলতি মৌসুমে পাঁচটি ট্রফি জিতলেন নাদাল। একটি গ্র্যান্ডস্ল্যামসহ বাকি চারটি শিরোপা এসেছে তার পছন্দের ক্লে কোর্ট থেকে। এ বছর ফরাসি ওপেন, মন্টে কার্লো, বার্সেলোনা ও রোম মাস্টার্সে চ্যাম্পিয়ন হন ৩২ বছর বয়সী টেনিস সম্রাট।

সাহস২৪.কম/খান/মশিউর