রিয়ালে রোনালদোর বিকল্প খুঁজে পাওয়া কঠিন : ক্রুস

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৮, ১৬:৪১

অনলাইন ডেস্ক

সম্প্রতি বিশ্বকাপ শেষে রিয়ালকে বিদায় জানিয়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। গত কয়েক মৌসুম ধরে ছিলেন রিয়ালের শীর্ষ গোলদাতা। চ্যাম্পিয়ন্স লিগে টানা ছয় আসরের সর্বোচ্চ গোলদাতা। ধারাবাহিকভাবে গোল করে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর বিকল্প খুঁজে পাওয়াটা রিয়াল মাদ্রিদের জন্য কঠিন হবে বলে মনে করেন দলটির মিডফিল্ডার টনি ক্রুস।

রিয়ালের হয়ে দীর্ঘ নয় বছরের বর্ণিল ক্যারিয়ারে ইতি টেনে গত মাসে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সেরি-এ চ্যাম্পিয়ন জুভেন্টাসে নাম লেখান রোনালদো।

রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অসংখ্য শিরোপা জেতেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের ইতিহাসে রেকর্ড ৪৫০ গোল করা পর্তুগাল অধিনায়ক সান্তিয়াগো বার্নাব্যুয়ে থাকার সময় বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন চারবার।

রোনালদোর শূন্যতা দল কাটিয়ে উঠবে বলে আত্মবিশ্বাসী রিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রুস। তবে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের গোলগুলো দল খুব মিস করবে বলে মনে করেন জার্মানির বর্ষসেরা ফুটবলার। ‘মৌসুমে তার ৫০ গোলের বিকল্প পাওয়াটা সহজ নয়।’

গত কয়েক বছরে ক্রিশ্চিয়ানো আমাদের দলে গুরুত্বপূর্ণ এক ভিত্তি ছিল। আমাদের সাফল্যের গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ছিল। তা সত্ত্বেও আমাদের হারানোটা কঠিন হবে।’ গত মৌসুমে রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪৪ ম্যাচ খেলে ৪৪ গোল করেন রোনালদো।

তার জায়গায় এখনও তেমন কোনো তারকাকে দলে টানতে পারেনি ক্লাবটি। এবারের দলবদলে এখন পর্যন্ত আক্রমণভাগের জন্য ব্রাজিলের ১৮ বছর বয়সী খেলোয়াড় ভিনিসিউস জুনিয়রকে দলে ভিড়িয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা।

সাহস২৪.কম/খান/আল মনসুর