সমুদ্রের প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি রিয়ালের জার্সি

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৮, ১৩:৩৭ | আপডেট: ০৭ আগস্ট ২০১৮, ১৪:০১

অনলাইন ডেস্ক

নতুন মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদ নিজেদের তৃতীয় কিট (জার্সি) উন্মোচন করলো। তবে মজার ব্যাপার চ্যাম্পিয়নস লিগজয়ী দলটির এই জার্সি তৈরি হয়েছে সমুদ্রের প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে। 

আজ ৭ আগস্ট (মঙ্গলবার) এই জার্সি পরেই প্রাক-মৌসুমের ম্যাচে রোমার বিপক্ষে মাঠে নামবে হুলেন লোপেতেগির শিষ্যরা।

পরিবেশ বাঁচাতে রিয়াল অবশ্য প্রথম কোনো দল নয় যারা, এই উদ্দ্যেগ নিল। ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলোও এই মৌসুমে নিজেদের তৃতীয় কিটে এমন ভূমিকা রেখেছে।

অ্যাডিডাসের তৈরি করা এই জার্সিটি ইতোমধ্যে সমর্থকদের জন্য বাজারে ছাড়া হয়েছে। যার এক একটির দাম ধরা হয়েছে ১০৯.৯৫ পাউন্ড। বাংলাদেশের অর্থে যার মূল্য ১২ হাজার টাকার মতো।

আগামী ১১ আগস্ট ঘরের মাঠ বার্নাব্যুতে এসি মিলানের বিপক্ষে প্রাক-মৌসুমের শেষ ম্যাচ খেলবে রিয়াল। আর মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ উয়েফা সুপার কাপে আগামী ১৫ আগস্ট এস্তোনিয়ার লিলেকুলা স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে লস ব্ল্যাঙ্কসরা।

সাহস২৪.কম/খান/আল মনসুর