কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন সেজাদ-আকমল

প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ১৬:১২

সাহস ডেস্ক

একসময় দু’জনই ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের নিয়মিত মুখ। খেলছিলেনও ভালো। কিন্তু মাঝে আবার জড়িয়ে গেলেন বিতর্কে। পারফর্মও করতে পারছিলেন না ঠিকঠাক। মাঠে-মাঠের বাইরে দুজনই জড়িয়ে পড়েন নানান বিতর্কে। যার খেসারতে বিভিন্ন সময় শাস্তিও পেয়েছেন তারা। কিন্তু এবার আর রক্ষা হল না কারোরই। দুজনকেই বাদ পড়তে হল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে। 

বিভিন্ন সময়ে নানারকম মন্তব্য আর সতীর্থদের সাথে বিদ্রূপ আচরণ করে সতর্কবার্তা পেয়ে আসছিলেন উইকেট কিপার-ব্যাটসম্যান উমর আকমল। তাতে আকমলের কোন কর্ণপাত ছিল না বললেই চলে।

উমর আকমল সবশেষ টেস্ট খেলেছিলেন ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ওয়ানডে খেলেন ২০১৭ সালের জানুয়ারিতে। লম্বা সময়ের জন্য দলের বাইরে থাকলেও ঘরোয়া লিগের খেলায় নিজেকে প্রমাণ করতে না পারায় চুক্তিচ্যুত এই ক্রিকেটার।

অন্যদিকে চলতি বছরের মে মাসে ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় নিজের ক্যারিয়ার বাঁচানোই দায় হয়ে পড়েছে আহমেদ শেহজাদের। পাকিস্তানি এই ওপেনার সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন স্কটল্যান্ডের সাথে গতবছর। এরপর দলে সুযোগ মেলেনি তাঁর।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত