মাঠে প্রবেশকারী সেই ‘প্রতিবাদকারী’দের মুক্তি

প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৮:৩৯

সাহস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপ ফাইনাল চলাকালীন মাঠে প্রবেশকারী স্বঘোষিত সেই চার প্রতিবাদকারীকে মুক্তি দিয়েছে রাশিয়ার আদালত।

ওই চার ব্যক্তি দেশটির ব্যান্ডসংগীত দল পুষি রায়টের সদস্য। রাশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তারা বিভিন্ন সময়ে নানাভাবে আন্দোলন করে আসছেন। চার বছর আগেও তারা জেল খাটেন।

চারজন ইতিমধ্যে ১৫ দিন করে জেল খেটেছেন। এরপর তাদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয় আদালত।

বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ম্যাচের ৪৯তম মিনিটে পুলিশের চোখ ফাঁকি দিয়ে  আচমকা মাঠে ঢুকে পড়েন চার ব্যক্তি। তারা পুলিশের পোশাক পরা ছিলেন। খেলা কিছুক্ষণ বন্ধ রাখা হয়।

ঘটনার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় স্বীকার করে পুষি রায়ট। তারা জানায়, ‘রাশিয়ায় পুতিন সরকারের মানবাধিকার লঙ্ঘন, বে-আইনিভাবে লোকজনকে গ্রেপ্তার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জবাব দিতেই আমাদের সদস্যরা এই কাজ করেছেন।’

পুলিশের পোশাক পরার দায়ে তাদের ২৪২০ ডলার জরিমানা করা হয়।

২০১২ সালে পুষি রায়ট রাশিয়ায় পরিচিত পায়। সেবার তারা পুতিন বিরোধী গান গেয়ে মস্কোতে সাড়া ফেলে দেন।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত