বিশ্বকাপের আগে হোম সিরিজ খেলবে টাইগ্রেসরা

প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৮:৩৩

সাহস ডেস্ক

হঠাৎ করেই বদলে গেছে নারী ক্রিকেট দল। মাশরাফী-সাকিবদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে সালমা-জাহানারাদের জয়রথ। মাত্র এক মাসের ব্যবধানে সাফল্যের মুকুটে তিনটি পালক যোগ করেছেন টিম টাইগ্রেসরা। অনেকটা বিস্ময়করভাবেই টিম টাইগ্রেস দলে ঘটেছে নবজাগরণ। ফলশ্রুতিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যাও বাড়ছে মেয়েদের। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে হোম সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন সালমা-রুমানারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, ‘এশিয়ার একাধিক দলের সঙ্গে দেশের মাটিতে সিরিজ আয়োজনের কথা চলছে।’

তিনি আরো বললেন, ‘বিশ্বকাপের যথাযথ প্রস্তুতির জন্য আমরা সিরিজ আয়োজনের চেষ্টা করছি। এখনও চূড়ান্ত হয়নি। আমরা চাচ্ছি এশিয়ার কোনো দলের সঙ্গে খেলতে।’

বিসিবির অন্য একটি সূত্র জানাচ্ছে, পাকিস্তানের সঙ্গে হতে পারে মেয়েদের সিরিজ। ২০১৫ সালের সেপ্টেম্বরে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকার পরও পাকিস্তান সফর করেছিল টিম টাইগ্রেস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাকিস্তান সফরের অনুমতি পাওয়ার পর দল পাঠায় বিসিবি।

সফরে দুটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিল সালমা খাতুনের দল। বিনিময়ের অংশ হিসেবেই আগামী মাসে বাংলাদেশে আসতে পারে পাকিস্তান নারী দল।

সব ঠিক থাকলে সেপ্টেম্বরে মেয়েদের আবার দেখা যাবে মাঠের লড়াইয়ে। তার আগেই অবশ্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন সালমা-রুমানারা। ২৮ ক্রিকেটারকে নিয়ে বৃহস্পতিবার মিরপুরে শুরু হয়েছে মেয়েদের ক্যাম্প। হালকা জিমের পর ইনডোরে হয়েছে ব্যাটিং-বোলিং অনুশীলন।

মেয়েদের মূল ক্যাম্প হবে চট্টগ্রামে। ০৩ আগস্ট (শুক্রবার) সেখানে রওনা হওয়ার কথা সালমাবাহিনীর। ০৪ আগস্ট (শনিবার) থেকে শুরু হবে টানা অনুশীলন পর্ব।

এশিয়া কাপের শিরোপা জয় মেয়েদের সাফল্যে সবচেয়ে বড় মুকুট। সেই ধারাবাহিকতায় আয়ারল্যান্ড সফরে ২-১ ব্যবধানে সিরিজ জয়। পরে নেদারল্যান্ডসে আট দলের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে শ্রেষ্ঠত্ব। সঙ্গে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা।

এতসব সাফল্যের দৃশ্যায়ণ মঞ্চস্থ হয়েছে মাসখানেকের (জুন-জুলাই) ব্যবধানে। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপেও বড় সাফল্য উপহার দেয়ার সংকল্প ক্রিকেটারদের মাঝে।

আসছে ৯ নভেম্বর গায়ানায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগ্রেস।

বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ায় মূলপর্বে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। সালমা-রুমানাদের একে একে লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার বিপক্ষে।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত