রুটের দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড

প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৫:৫৯

সাহস ডেস্ক

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অনন্য মাইলফলকটির সামনে দাঁড়িয়েছিলেন ইংলিশ দলপতি জো রুট। রান নেহায়েত বেশি ছিলো না বলে প্রথম দিনেই তা ছুঁয়ে ফেললেন। রচনা করলেন দিনের হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ৬ হাজার রানের অদ্বিতীয় মহাকাব্য।

অনন্য রেকর্ডটি গড়তে রুটের এ দিন প্রয়োজন ছিল ৪০ রান। লাঞ্চ বিরতিতে গিয়েছিলেন ৩১ রান করে। ফিরেই পৌঁছে যান দারুণ প্রত্যাশিত গন্তব্যে।

বলা বাহুল্য ২০১২ সালের ১৩ ডিসেম্বর এই ভারতের বিপক্ষেই রুটের টেস্ট ক্যারিয়ারের শুরু হয়েছিল। ০১ আগস্ট (বুধবার) এজবাস্টনে সেই ভারতের বিপক্ষে মাত্র ৫ বছর ২১২ দিনেই ছুঁয়ে ফেললেন এই মাইলফলক।

এই মাইলফলকটি ছুঁয়ে রুট ছাড়িয়ে গেছেন তারই পূর্বসূরি অ্যালেস্টার কুককে। সাদা পোষাকে ২০০৬ সালে অভিষিক্ত এই ব্যাটসম্যানের ৬ হাজার করতে লেগেছিল ৫ বছর ৩৩৯ দিন। 

তাদের পরে যিনি আছেন তিনিও ইংলিশ-কেভিন পিটারসেন। অবশ্য ৬ হাজার করতে তিনি সময় নিয়েছিলেন ৬ বছর। ৬ বছর ৮৪ দিন সময় নিয়ে ৬ হাজার করেছিলেন অজি ডেভিড ওয়ার্নার। আরেক ইংলিশ ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রাউস এই রান সংগ্রহ করেছিলেন ৬ বছর ২২০ দিনে।

আর ৬ বছর ২৮৪ দিন সময় নিয়ে ৬ হাজার ক্লাবে প্রবেশ করেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত