মাশরাফি ছাড়া কি বাংলাদেশ অচল?

প্রকাশ : ০১ আগস্ট ২০১৮, ১৫:২১

সাহস ডেস্ক

টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আগেই। টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় বলেছেন ২০১৭ সালে। ক্যারিয়ারের শেষলগ্নে এখন শুধুই ওয়ানডে খেলছেন মাশরাফি বিন মুর্তজা। আর কিছুদিন পরেই হয়তো সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়ে ফেলবেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক। কিন্তু ৩৫ ছুঁই ছুঁই মাশরাফি যে এখনো বাংলাদেশের জন্য কতটা অপরিহার্য, তার প্রমাণ যেন প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ এখন আছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেখানে টেস্ট সিরিজের শুরুতেই বাংলাদেশ গড়েছিল লজ্জার নতুন রেকর্ড। অলআউট হয়ে গিয়েছিল মাত্র ৪৩ রানে। দুটি টেস্টেই হেরে বাংলাদেশ শুরু করেছিল ওয়ানডে সিরিজ।

টেস্টে এই হতাশাজনক পারফরম্যান্স দর্শক হয়ে দেখতে হয়েছে মাশরাফিকে। এরপর তিনি মাঠে নামেন ওয়ানডে সিরিজে। দলকে নেতৃত্ব দিতে থাকেন সামনে থেকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জয় পায় ২-১ ব্যবধানে। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নজর কাড়েন তামিম ইকবাল, সাকিব আল হাসানরা।

এরপর আজ থেকে শুরু হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেখানে আবারও দর্শক মাশরাফি। আর বাংলাদেশও যেন সে কারণে ফিরে গেল ব্যর্থতার বৃত্তে। শুরুতে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই বাংলাদেশ হারিয়েছিল দুই উইকেট। শূন্য রানে। সেই প্রাথমিক ধাক্কা সামলে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৪৩ রান জমা করেছিল টাইগাররা।

এরপর বৃষ্টির বাধার কারণে নতুন লক্ষ্য নির্ধারিত হয় ১১ ওভারে ৯১ রান। হেসেখেলেই সেই লক্ষ্যে পৌঁছে গেছে উইন্ডিজ। ১১ বল হাতে রেখেই তুলে নিয়েছে ৭ উইকেটের সহজ জয়।

ফলে প্রশ্নটা থেকেই যায়, বাংলাদেশ কি শুধু মাশরাফির জন্যই জেতে? মাঠে নামলেই কি জাদুবলে সবাইকে পরিবর্তন করে দেন এই পাগলাটে অধিনায়ক?

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত