নতুন ঠিকানায় অনুশীলনে রোনালদো

প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ১৭:৫৩

সাহস ডেস্ক

বিশ্বকাপের বড় আসর শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১০০ মিলিয়ন ইউরোতে ইতালির ক্লাবটিতে যোগ দেন তিনি। বিশ্বকাপের পর বিশ্রাম কাটিয়ে নতুন ঠিকানায় অনুশীলনে অংশ নিয়েছেন এই পর্তুগিজ তারকা। 

গত ২৯ জুলাই (রবিবার) পরিবারসহ ইতালির তুরিনে যান রোনালদো। জুভেন্টাসের অনুশীলনে যোগ দেন পরদিনই। 

এর মধ্যে জুভেন্টাস নিজেদের টুইটারে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, গাড়ি থেকে নেমে ক্লাবের অনুশীলনে ক্যাম্পে যাচ্ছেন তিনি।

চার বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। ২০২২ সালের জুন পর্যন্ত দলটির সঙ্গে চুক্তি তাঁর।

রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। এই দীর্ঘ সময়ে রিয়ালকে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি, চারটি চ্যাম্পিয়নস লিগ এবং দুটি লা লিগার শিরোপা।

শুধু তাই নয়, রোনালদো রেকর্ড ৪৫১টি গোল করেছেন রিয়ালের হয়ে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত