আমি বিশ্বাস করি সিরিজ জেতার সামর্থ্য আমাদের আছে: সাকিব

প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ১৭:৩৬

সাহস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়ানডে শেষে এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি মিশন। তবে নতুন মিশনে প্রেরণা দিচ্ছে ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়। অধিনায়ক সাকিব মনে করছেন টি-টোয়েন্টি সিরিজ জয়ের সামর্থ্য রয়েছে বাংলাদেশের।

০১ আগষ্ট (বুধবার) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় সেন্ট কিটসে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

ম্যাচের আগের দিন সেন্ট কিটসে অনুশীলন করেছে বাংলাদেশ। ঘাম ঝরিয়ে অনুশীলন শেষে অধিনায়ক সাকিব জানালেন টি-টোয়েন্টি সিরিজ নিয়েও তিনি আশাবাদী, ‘আমরা টি-টোয়েন্টি সিরিজটা নিয়ে বেশ আশাবাদী। ওদের (ওয়েস্ট ইন্ডিজের) সবচেয়ে পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টি। আমাদের জন্য এই ফরম্যাট একটু কঠিন, তারপরও আমি বিশ্বাস করি সেরা ক্রিকেট খেলে সিরিজ জেতার সামর্থ্য আমাদের আছে।’

স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলছে ওয়ানডে সিরিজ জয়। ২০০৯ সালের পর বিদেশের মাটিতে সিরিজ জয়ের উৎসব করেছে মাশরাফিরা। সেই জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, ‘আমরা ওয়ানডে সিরিজে বেশ ভালো করেছি। দেশের বাইরে নয় বছর পর ওয়ানডে সিরিজ জয় করা আমাদের জন্য বড় অর্জন ছিল। আশা করি এই আত্মবিশ্বাসটা আমাদের টি-টোয়েন্টিতে সিরিজে কাজে লাগাতে পারবো। সবাই ওই আত্মবিশ্বাসটা নিয়েই খেলতে পারবে।’

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন। এই ফরম্যাটে অন্য যে কোন দলের চেয়ে ক্যারিবিয়ানরাই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বসেরাদের সামনে লড়াইটা সহজ হওয়ার কথা নয় মোটেও। তার পরেও ওয়ানডের আত্মবিশ্বাস নিয়ে লড়াইয়ে প্রস্তুত সাকিবরা, ‘যদিও আমরা জানি উইন্ডিজরা শক্তিশালী দল, বিশেষ করে টি-টোয়েন্টিতে। আশা করি এই ফরম্যাটে ওয়ানডের মতোই ভালো করতে পারবো।’

সংক্ষিপ্ত এই ফরম্যাটে সাকিবের অধীনে আবারও খেলতে যাচ্ছে বাংলাদেশ। টেস্টের ব্যর্থতার পর টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বে কেমন করবে সফরকারীরা?

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত