সিরিজ জিতেও পয়েন্ট হারাল বাংলাদেশ

প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ১৬:১১

সাহস ডেস্ক

বেশ কিছুদিন ধরেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে। ২০১৫ সালে র‍্যাঙ্কিংয়ে এই উন্নতির পর খুব একটা নড়বড়ে হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর র‍্যাঙ্কিংয়ে যেখানে উন্নতি হওয়ার কথা, সেখানে রেটিং পয়েন্ট কমেছে লাল-সবুজের দলের।  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে ওয়ানডেতে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩। সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও বাংলাদেশ দুটি রেটিং পয়েন্ট হারিয়েছে। ওয়ানডেতে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯১।

কেন বাংলাদেশ রেটিং পয়েন্ট হারিয়েছে? মূলত র‍্যাঙ্কিংয়ে নিচের দলের সঙ্গে হারলেই রেটিং পয়েন্ট কমে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এবার তাই হয়েছে।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ সপ্তম স্থানে আছে, আর দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অবস্থান নবম। ক্যারিবীয় দলটির রেটিং পয়েন্ট ৭০।

ওয়ানডেতে ১২৭ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১২১। এর পরে আছে দক্ষিণ আফ্রিকা (১১৩), নিউজিল্যান্ড (১১২), পাকিস্তান (১০৪)  ও অস্ট্রেলিয়া (১০০)।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত