বার্সেলোনাকে আরো শক্তিশালি করতে চায় ভালভারদে

প্রকাশ | ২৯ জুলাই ২০১৮, ১৭:৩৬

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ শেষে ক্লাব পর্যায়ে দলবদলের মৌসুম প্রায় শেষের দিকে। এরই মধ্যে বার্সেলোনা করে ফেলেছে উল্লেখযোগ্য তিন চুক্তি। কিন্তু কোচ এর্নেস্তো ভালভারদে তার দলকে শক্তিশালী করার লক্ষ্যে আরও খেলোয়াড় কিনতে চান।

কয়েক দিন আগে শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমকে বোর্দো থেকে রোমাকে টপকে কিনে নেয় বার্সেলোনা। তার আগে ন্যু ক্যাম্প ক্লাব আর্থার মেলো ও ক্লেমেন্ট লেঙ্গলেটের সঙ্গে চুক্তি করে।

দলকে শক্তিশালী করতে এই তিন চুক্তি যথেষ্ট মনে হলেও সন্তুষ্ট নন বার্সা কোচ। আন্দ্রেস ইনিয়েস্তা ও পাউলিনিয়ো চলে যাওয়ায় মাঝমাঠের শূন্যতা অনুভব করছেন ভালভারদে।

এক সংবাদ সম্মেলনে গতবারের লা লিগা জয়ী কোচ বলেছেন, ‘আমরা যে কোনও সম্ভাবনার দরজা খুলে রেখেছি। মাঝমাঠ থেকে বড় কয়েক জন খেলোয়াড় চলে গেছে আমাদের, এটা সত্যি। তাই আমরা আরও কয়েকটি চুক্তি করতে পারি।’

ভালভারদে আরও যোগ করেন, ‘আন্দ্রেস (ইনিয়েস্তা) ও পাউলিনিয়ো চলে যাওয়ার কথা মাথায় রেখে আমরা সম্ভাব্য সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়তে চেষ্টা করবো।’

কোন ধরনের খেলোয়াড়কে খুঁজছে ক্লাব, এই প্রশ্নের জবাবে বার্সা কোচ বলেছেন, ‘এটা শুধু আমার ওপর নির্ভর করে না। সেটা নির্ভর করছে ক্লাব ও কোন খেলোয়াড়কে পাওয়ার সুযোগ আছে তার ওপর।’ 

তিনি আরও জানান, ‘আমাদের কৌশলের সঙ্গে মানানসই খেলোয়াড় চাই। আমরা তাদের চাই যারা মাঝমাঠে খেলবে এবং যদি সম্ভব হয় বক্সেও যেতে পারবে, সেটা হলে ভালোই হয়।’ 

সাহস২৪.কম/খান/মশিউর