নারী দলের টেস্ট স্ট্যাটাসের আবেদন করবে বিসিবি

প্রকাশ : ২৬ জুলাই ২০১৮, ১৩:০৪

সাহস ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটে সালমা-জাহানারারা দশে আট পেতেই পারেন। সম্প্রতি কয়েকটি টুর্নামেন্টে যেভাবে ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন সেটা অকল্পনীয়।

নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় আর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৮ এর বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন। সব মিলে নিজেদের সেরা সময় বলা যায়। আর এই সেরা সময়টাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২৫ জুলাই (বুধবার) বিসিবি কার্যালয়ে শোনা গেল নারী দলের টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য আবেদন করা হবে। বিসিবি নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন চৌধুরী সুজনও জানালেন এমন কথা।

তিনি বলেন, ‘নারী ক্রিকেট দলের টেস্ট মর্যাদা নিয়ে ইতোমধ্যে কথা হয়েছে বোর্ডে। এই বিষয়টি নিয়ে আমরা আইসিসির সাথেও কথা বলব। কিন্তু এর আগে তাদেরকে নিজেদের সক্ষমতার উপর জোর দিতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা তাদের শারীরিক সক্ষমতা বাড়াতে ফিজিও নিয়োগ দিয়েছি। কোচিং স্টাফেও জোর দেয়া হবে।’ 

বিসিবি প্রধান নির্বাহীর ইঙ্গিত আগামী দুই-এক বছরের মধ্যেই টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য আবেদন করা হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বরাবর।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত