রিয়ালের স্কোয়াডে যুক্ত হতে পারেন সুবাসিচ

প্রকাশ | ১৪ জুলাই ২০১৮, ০০:০৮

অনলাইন ডেস্ক

মোনাকোর গোলরক্ষক দানিয়েল সুবাসিচের অবদানে টানা দুই ম্যাচের পেনাল্টি পার হয়ে সেমিফাইনালে আসে ক্রোয়েশিয়া। সেমিফাইনালেও তার দারুণ পারফরম্যান্সেই ইংল্যান্ডের অনেকগুলো আক্রমণ ব্যর্থ হয়েছে ক্রোয়েশিয়ার গোলপোস্টের সামনে।

২-১ গোলে ইংলিশদের হারিয়ে ক্রোয়েশিয়া উঠে গেছে স্বপ্নের ফাইনালে। আর এতে লুকা মদ্রিচ-রাকিতিচের সঙ্গে প্রশংসায় ভাসছেন সুবাসিচও।

তাই তো দলবদলের বাজারে উঠে আসছে ৩৪ বছর বয়সী ক্রোয়েট গোলরক্ষকের নামও। রিয়াল মাদ্রিদের অতিরিক্ত গোলরক্ষক কিকো ক্যাসিয়ার চলতি মৌসুমে রিয়াল ছেড়ে যেতে পারেন। আর তার জায়গায় রিয়ালের স্কোয়াডে যুক্ত হতে পারেন সুবাসিচ।

এরই মধ্যে সুবাসিচের এজেন্ট মাদ্রিদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। রিয়ালও কথা এগিয়ে নিচ্ছে; কিকো ক্যাসিয়া ক্লাব ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিলে সুবাসিচকে দলে ভেড়াতে পারে স্প্যানিশ জায়ান্টরা।