কলম্বিয়ার বিপক্ষে ডাকাতি করে জিতেছে ইংল্যান্ড: ম্যারাডোনা

প্রকাশ : ০৫ জুলাই ২০১৮, ১৪:৩৮

সাহস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বে কলম্বিয়ার বিপক্ষে ইংল্যান্ড ‘বিরাট ডাকাতি’ করে জিতেছে বলে মন্তব্য করেছেন ডিয়েগো ম্যারাডোনা।

কলম্বিয়া-ইংল্যান্ড ম্যাচটি সামলাতে রেফারিকে হিমশিম খেতে হয়েছে।  বের করতে হয় বেশ কয়েকটি হলুদকার্ড।  নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে হেরে যায় কলম্বিয়া। টাইব্রেকারের আগে ইংল্যান্ড একটি পেনাল্টি পায়।  তা থেকে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। ম্যারাডোনা বলছেন, ‘ওই ফাউলটি কলম্বিয়ার পক্ষে যাওয়া উচিত ছিল।’

ওই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন একজন আমেরিকান। আমেরিকান বলেই ম্যারাডোনার সন্দেহ তিনি পক্ষপাতিত্ব করেছেন।

‘ওটা পেনাল্টি ছিল না। দোষ ছিল কেনের। রেফারি কেন ভিএআর প্রযুক্তি ব্যবহার করল না? এটা সম্ভব নয়। পেনাল্টিটি বাতিল করা উচিত ছিল।’

ম্যারাডোনার এমন মন্তব্য অবশ্য ভালোভাবে নেয়নি ফিফা। সংস্থাটি বলছে, ‘একজন কিংবদন্তির কাছ থেকে এ ধরণের মন্তব্য দুঃখজনক।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত