মার্সেলোকে ছাড়াই খেলবে ব্রাজিল

প্রকাশ : ০২ জুলাই ২০১৮, ১৭:২৭

সাহস ডেস্ক

সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইনজুরি পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের লেফট ব্যাক মার্সেলো। মাত্র ১০ মিনিট খেলার পর মাঠ ছাড়েন তিনি। এরপর ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয় তিনি দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামতে পারেন। কিন্তু ব্রাজিল কোচ তিতে শুরুর একাদশে মার্সেলোকে খেলাচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন। 

মার্সেলোর বদলি হিসেবে অ্যাথলিটিকো মাদ্রিদের লেফট ব্যাক ফিলিপে লুইস সার্বিয়ার বিপক্ষে মাঠে নামেন। নেইমারের সঙ্গে দারুণ জুঁটি গড়েন লুইস। ম্যাচে ৬৮ থেকে ৭৭ টির মতো পাস দেন এই রক্ষণভাগের খেলোয়াড়। মেক্সিকোর বিপক্ষে তিনিই শুরুর একাদশে থাকতে পারেন বলে জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে। 

মার্সেলো ব্রাজিলের অনুশীলনে এসেছিলেন। তিনি মেক্সিকোর বিপক্ষে মাঠে নামতে চান। কিন্তু ব্রাজিল কোচ তিতে তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না। মার্সেলোকে খেলানোর ব্যাপারে তিনি বলেন, 'আমি তার সঙ্গে কথা বলেছি। জিজ্ঞেস করেছি সে খেলার ব্যাপারে কি ভাবছে। মাঠে নামার ব্যাপারে সে ইতিবাচক। কারণ দলের প্রতি তার নিবেদন অন্য রকম। তবে আমার মনে হয়েছে সে কিছু একটা লুকানোর চেষ্টা করেছে। তাকে নিয়ে ব্রাজিল ঝুঁকি নিতে চাই না।' 

ব্রাজিল-মেক্সিকো ম্যাচে খেলোয়াড়দের ১২০ মিনিট মাঠে থাকতে হতে পারে এমন পরিকল্পনা নিয়েই মাঠে নামবে সেলেকাওরা। আর তাই মার্সেলোকে খেলানোর ঝুঁকিটা ব্রাজিল নিতে চাই না। ব্রাজিলের কোচিং স্টাফদের একজন জানিয়েছেন, 'মার্সেলোর ১২০ মিনিট খেলার মতো শারীরিক অবস্থা এখনই নেই। তাকে ব্যবহারে ব্যাপারের ব্রাজিলের সতর্ক থাকা উচিত।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত