রোনালদোর গোলে নকআউট পর্বের পথে পর্তুগাল

প্রকাশ : ২১ জুন ২০১৮, ১২:৫২

সাহস ডেস্ক

২০১৮ রাশিয়া কাপে অংশগ্রহণ করেই তাক লাগিয়ে দিয়েচে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপ জয়ী স্পেনের বিপক্ষে ড্র করেছে পর্তুগাল। এই ম্যাচ ড্র’র দিনেই হ্যাট্রিক করে বসলেন রোনালদো। দ্বিতীয় ম্যাচেও মরক্কোর বিপক্ষে রোনালদোর গোলে জয় পায় পর্তুগিজরা। এ নিয়ে রাশিয়া বিশ্বকাপে চতুর্থ গোল করলেন রোনালদো।

ম্যাচে এখন পর্যন্ত এক গোল করে দারুণ একটি কীর্তি গড়েছেন রোনালদো। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ছয় গোল করেন এই পর্তুগিজ তারকা। এই কীর্তি গড়ে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার পাশে চলে গেলেন তিনি। চলমান বিশ্বকাপে চারটি এবং এর আগে দুটি গোল করেছিলেন তিনি।

২০ জুন (বুধবার) মস্কোতে ম্যাচের চতুর্থ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। হোয়াও মুতিনহোর কর্নারে রোনালদোর অসাধারণ হেড, বল ঠিকানা খুঁজে পায় মরক্কোর জালে।

এক গোলে পিছিয়ে পড়ে মরক্কো গোল পরিশোধের চেষ্টায় কয়েকটি আক্রমণ গড়েছিল ঠিক, কিন্তু তা আলোর মুখ দেখেনি। ভাঙতে পারেনি পর্তুগালের রক্ষণভাগ।

পর্তুগাল আগের ম্যাচে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল। আর মরক্কো ১-০ গোলে হেরেছিল ইরানের কাছে।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত