আর্জেন্টিনার বিপক্ষে আয়েশি মেজাজে ক্রোয়েশিয়া

প্রকাশ | ২০ জুন ২০১৮, ১৭:৪৮

অনলাইন ডেস্ক

২০১৮ রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে ক্রোয়েশিয়া। পরবর্তি ম্যাচে ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার মুখোমুখি হতে তারা একটু আয়েশি মেজাজেই রয়েছে।

আগামীকাল ২১ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশ সন্ধ্যা ৭টা নিঝনি নভগোরোডে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

বিপরীতে হতাশায় রয়েছে মেসিশিবির। মেসির পেনাল্টি মিসের মধ্য দিয়ে আইসল্যান্ডের বিপক্ষে তারা জয় হাতছাড়া করেছে। এখন বৃহস্পতিবারের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় ছিনিয়ে আনা তাদের জন্য অপরিহার্য হয়ে গেছে। না হলে তাদের পরবর্তী পথ আরও দুর্গম হয়ে পড়বে।

নাইজিয়ার বিপক্ষে খেলার পর ম্যান্ডজুকিক বলেন, ‘ক্রোয়েশিয়ার লক্ষ্য হচ্ছে- যতটা সম্ভব ভালো খেলা। ফ্রান্সে ১৯৯৮ সালের বিশ্বকাপে যা করেছিলাম, তার চেয়ে আরও ভালো করতে চাই আমরা।’

দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৯৯৩ সালে কোপা আমেরিকা জয়ের পর আর কোনো বড় আন্তর্জাতিক চূড়ান্ত পর্বে জয় পায়নি। সিঁকি শতাব্দীর খরা সত্ত্বেও দলটি এখনও নিজেদের রাজকীয় ভাব ধরে রাখছে।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানির বিপক্ষে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা নিতে হয়েছে তাদের। ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় তাদের রানার্সআপ হয়ে সন্তষ্ট থাকতে হয়েছে। দু’বারই তারা চিলির কাছে হেরেছে।

সাহস২৪.কম/খান/মশিউর