‘বিশ্বের সবচাইতে আন্তরিক জাতি সেনেগাল’ (ভিডিও)

প্রকাশ : ২০ জুন ২০১৮, ১৪:৫৮

সাহস ডেস্ক

২০০২ সালে প্রথমবার বিশ্বকাপে এসেই চমক দেখিয়েছিল আফ্রিকা মহাদেশের দল সেনেগাল। প্রথমবার এসেই তারা জায়গা করে নিয়েছিল কোয়ার্টার-ফাইনালে। বিশ্বকাপ অভিষেকে চমক দেখিয়ে এরপর আর সেনেগালের খেলা হয়নি টানা তিন বিশ্বকাপের আসরে।

দ্যা লায়ন্স অব তেরঙ্গারা আবারও জায়গা করে নিয়েছে রাশিয়া বিশ্বকাপে। ‘তেরঙ্গা’ শব্দটা তাদের নিজস্ব শব্দ। যার অর্থ দাঁড়ায় আন্তরিকতা।

সেনেগালের মানুষরা দাবি করে তারাই বিশ্বের সবচাইতে আন্তরিক জাতি। এমন কথার প্রমাণও দিয়েছে তারা গতকাল ম্যাচ শেষে।
এবারের আসরের প্রথম ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হয় সেনেগাল। এই ম্যাচেও ২-১ গোলে জয় পেয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়ে রেখেছে লায়ন্স অব তেরঙ্গা খ্যাত সেনেগাল।

ম্যাচ শেষে দেখা গেলো সেনেগাল দর্শকদের অন্যরকম জয় উদযাপন। দর্শকরা পরিষ্কার করছেন গ্যালারি। সেটিও এবার নিজেদের উদ্যোগে! তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বাহবা জানাচ্ছেন ভিনদেশীরাও।

এর আগের ম্যাচে এশিয়ার অন্যতম ফুটবল পরাশক্তি জাপানের দর্শকরাও গ্যালারি পরিষ্কার করে মাঠ ছাড়ে। ইতোমধ্যে ‘সুপার ঈগল’ খ্যাত আফ্রিকার আরেক দল নাইজেরিয়ার দর্শকরাও ঘোষণা দেন পরের ম্যাচে তারাও একই কাজ করবেন।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত