উচ্চতর প্রশিক্ষণ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন আর্চার রোমান

প্রকাশ : ১২ জুন ২০১৮, ১৪:৩৬

সাহস ডেস্ক

২০২০ সালে টোকিওতে হবে অলিম্পিক গেমসের পরের আসর। সেখানে আর্চারিসহ একাধিক ডিসিপ্লিনে প্রতিযোগিতা করার সুযোগ পাবে বাংলাদেশ। প্রতিযোগিতায় ভালো করতে উচ্চতর প্রশিক্ষণ নিতে আগামী ১৮ জুন সুইজারল্যান্ড যাচ্ছেন দেশের তারকা আর্চার রোমান সানা।

আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের (আইওসি) পৃষ্ঠপোষকতায় রোমান সানা টোকিও গেমস শুরু না হওয়া পর্যন্ত থাকবেন সুইজারল্যান্ডে। আন্তর্জাতিক মঞ্চে ৭টি স্বর্ণপদক জেতা রিকার্ভ ইভেন্টেরি এই তীরন্দাজ বলেছেন, ‘২০২০ টোকিও অলিম্পিককে সামনে রেখে বৃত্তি নিয়ে সুইজারল্যান্ড যাচ্ছি। টোকিও অলিম্পিকে ভালো কিছু করার লক্ষ্য আছে। অলিম্পিকে বাছাই পর্ব পার হতে চাই। তারপর মূল পর্বে সম্মাজনক ফল করার দিকে লক্ষ্য।’

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দীন চপল সৌদি আরব থেকে বলেছেন, ‘রোমানের জন্য ভালো সুযোগ এসেছে। এখন সে যদি সুইজারল্যান্ডে ঠিকমতো অনুশীলন করতে পারে তাহলে আর্চারির লাভ হবে। সেখানে সুযোগ সুবিধা ভালো।’

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত