ইতিহাস গড়লো বাংলার টাইগ্রেসরা

প্রকাশ : ১০ জুন ২০১৮, ১৫:২৪

বাংলার বাঘিনীদের অভিনন্দন! নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে ছয় বারের চ্যাম্পিয়ন ভারতেকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লো বাংলার বাঘিনীরা।

আজ ১০ জুন (রবিবার) দুপুর ১২টায় কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করেন ছয় বারের  চ্যাম্পিয়নরা। দলের হয়ে সর্বোচ্চ হারমানপ্রীত কৌর ৪২ বলে ৭ চারে ৫৬ রান করেন।

টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ খাদিজা তুল কুবরা ও রুমানা আহমেদ ২টি করে উইকেট এবং অধিনায়ক সালমা খাতুন ও জাহানারা আলম  ১টি করে উইকেট নেন।

শিরোপা জয়ের লক্ষ্যে ১১৩ রানের তারা করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান করে এশিয়া কাপ শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে বাংলার বাঘিনীরা। দলের হয়ে সর্বোচ্চ নিগার সুলতানা ২৪ বলে ৪ চারে ২৭ রান এবং রুমানা আহমেদ ২২ বলে ১ চারে ২৩ রান করেন।

ভারতের হয়ে সর্বোচ্চ পুনাম জাদব ৪টি এবং অধিনায়ক হারমানপ্রীত কৌর ২টি উইকেট নেন।

ম্যান অব দি টুর্নামেন্ট হয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত। ম্যাচ অব দি ম্যাচ হয়েছেন রুমানা আহমেদ।

এই প্রথমবারের মতো এশিয়া কাপ টুর্নামেন্টের ফাইনালে গিয়ে ছয় বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৩ উইকেটে জিতে এশিয়া কাপ শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে বাংলার বাঘিনীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত