পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১৪:০৪

২০১৮ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান নারী দলকে হারিয়ে ফাইনালে পৌঁছাল ভারত নারী দল। 

আজ ০৯ জুন (শনিবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তান নারী দল। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত সানা মীর ২০ রান এবং নাহিদা খান ১৮ রান করেন।

ভারতের হয়ে সর্বোচ্চ একতা বিস্ত ৩টি এবং শিখা পান্ডে, অনুজা পাটিল, পুনাম জাদব ও দিপ্তি সর্মা ১টি করে ইউকেট নেন।

৭৩ রানের তারা করতে নেমে ১৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান করে ম্যাচ জিতে যায় ভারত রানী দল। দলের হয়ে সর্বোচ্চ স্মৃতি মানধানা ৪ চারে ৩৮ রান এবং হরমনপ্রীত কৌর ৩ চারে ৩৪ রান করেন।

পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ আনাম আমীন ২টি, নাশরা সানদু ১টি উইকেটন নেন।

ম্যাচ সেরা হয়েছেন একতা বিস্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত