বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল আফগানরা

প্রকাশ | ০৬ জুন ২০১৮, ১২:৪৪

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল আফগানিস্তান। বাকী এক ম্যাচ জিতলেই বাংলাদেশকে হোয়াইটওয়াস করে এক ইতিহাস গড়বে আফগানরা।

০৫ জুন (মঙ্গলবার) রাত সাড়ে ৮টায় ভারতের দেরাদুনে ৬ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল আফগানিস্তান।

প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে বাংলাদেশ। দলের সর্বোচ্চ ওপেনার তামিম ইকবাল ৪৮ বলে ৫ চারে ৪৩ রান করেন। মুশফিক ১৮ বলে ১ চার ও ১ ছয়ে ২২ রান এবং আবু হায়দার রনি ১৪ বলে ১ চার ও ২ ছয়ে ২১ রান করেন।

আফগান দলের হয়ে সর্বোচ্চ রশিদ খান ৪টি, মোহম্মদ নবি ২টি এবং শাপুর জাদরান ও করিম জানাত ১টি করে উইকেট নেন।

১৩৫ রানের তারা করতে নেমে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে নেয় যুদ্ধবিদ্ধস্ত দেশ আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ সামিউল্লাহ সেনোয়ারি ৪১ বলে ২ চার ও ৩ ছয়ে ৪৯ রান, মোহাম্মদ শাহাজাদ ১৮ বলে ৪ চার ও ১ ছয়ে ২৪ রান এবং মোহাম্মদ নবি ১৫ ৩ চার ও ২ ছয়ে ৩১ রান করেন।

বালাদেশ দলের হয়ে সর্বোচ্চ মোসাদ্দেক হোসেন ২টি এবং রুবেল হোসাইন ও আবু হায়দার রনি ১টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন রশিদ খান।

এই ম্যাচ জয়ে ইতিহাস গড়েছে মোহাম্মদ নবিরা। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে জিম্বাবুয়ের বাইরে অন্য কোনো দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তারা।

তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াস ঠেকাতে ০৭ জুন (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টায় ভারতের দেরাদুনে আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী।