উন্নত চিকিৎসায় স্পেনে সালাহ

প্রকাশ : ২৯ মে ২০১৮, ১৬:১০

সাহস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালের অধিনায়ক সের্হিও রামোসের ভয়ানক চ্যালেঞ্জে কাঁধে মারাত্মক আঘাত পেয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। চোটের পরেও এই ফরোয়ার্ড রাশিয়া বিশ্বকাপে ফিরতে আত্মবিশ্বাসী। এমন মনোভাবের পর উন্নত চিকিৎসায় স্পেন উড়ে গেছেন লিভারপুলের এই ফরোয়ার্ড।

গত ২৭ মে (রবিবার) বাঁ কাঁধের ইনজুরির পুনর্বাসন শুরু করে দিয়েছেন লিভারপুল তারকা। তবে উন্নত চিকিৎসার জন্যে স্পেনেই যাবতীয় সেবা গ্রহণ করবেন। এ প্রসঙ্গে মিশরের ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ‘মোহাম্মদ সালাহ রবিবার পরিচর্যা শুরু করে দিয়েছে। সব কিছুই সম্ভব হয়েছে যখন সে টেকনিক্যাল ও প্রশাসক কমিটির স্টাফদের সঙ্গে ফোনে কথা বলেছে। সে জানিয়েছে দ্রুত ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।’

যদিও লিভারপুল কোচ ফাইনালে এমন চোটের পর সালাহর বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। আর সেই সংশয় নিজেই টুইট করে দূর করেছেন সালাহ। টুইটে লিখেছেন, ‘কালকের রাতটা আমার জন্যে কষ্টদায়ক ছিল। তবে আমি একজন যোদ্ধা। যত বাধাই থাকুক, আমি আত্মবিশ্বাসী রাশিয়া বিশ্বকাপে ফিরতে পারবো। সেখানে সবাইকে গর্বিত করতে পারবো। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে শক্তি যোগাবে, যা আমার প্রয়োজন।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত