ডারউইন স্ট্রাইক লিগে ওয়ার্নার ও ব্যানক্রফট

প্রকাশ : ২৯ মে ২০১৮, ১৩:৫৩

সাহস ডেস্ক

প্রতিযোগিতামূলক ক্রিকেটে অনুমতি পেয়েছেন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। দক্ষিণ আফ্রিকার ক্যাপাটাউনে বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া ওয়ার্নার ও ব্যানক্রফটরা জুলাইয়ে ডারউইন স্ট্রাইক লিগ খেলতে মাঠে নামবেন।

ব্যানক্রফট পুরো প্রতিযোগিতায় খেললেও ওয়ার্নার শুধু দুটি ৫০ ওভারের ম্যাচে খেলবেন। ম্যাচ দুটি হবে ২১ ও ২২ জুলাই। এই অঞ্চলের প্রতিযোগিতায় ৫০ ওভার ও ২০ ওভারের ফরম্যাটে খেলা হবে।

খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসতি ওয়ার্নার। স্বাভাবিকভাবেই নিষেধাজ্ঞার পর পুনরায় খেলতে পারার আনন্দ চাপা থাকেনি তার, ‘জুলাইয়ে স্ট্রাইক লিগে খেলতে মুখিয়ে আছি। যখন ডারউইনে ছিলাম তখন অনেকবারই প্রতিযোগিতা নিয়ে অনেক কিছু শুনেছি। তাই এর অংশ হওয়ার জন্যে মুখিয়ে আছি।’

দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডে ১২ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন ওয়ার্নার। আর ব্যানক্রফট পেয়েছন ৯ মাসের নিষেধাজ্ঞা। ক্লাব ক্রিকেট খেলার সুযোগ পেলেও তারা শেফিল্ড শিল্ডে খেলার অনুমতি পাননি।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত