আফগানিস্তান ফেভারিট দল: সাকিব

প্রকাশ : ২৯ মে ২০১৮, ১২:৫৯

সাহস ডেস্ক

আগামী জুনে ভারতের দেরাদুনে স্বাগতিক আফিগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে সাফল্য পেতে আশাবাদী হলেও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আফগানিস্তানকেই ফেভারিট মানছেন। 

২৮ মে (সোমবার) আইপিএল খেলে দেশে ফিরেই সিরিজ সম্পর্কে এমন মন্তব্য করলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

সামর্থ্যের বিচারে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ অনেকটাই এগিয়ে। তাহলে কেনই বা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক? শোনা যাক তাঁর কথায়, ‘সত্যি কথা বলতে কি, টি-টোয়েন্টিতে যেকোনো দল জিততে পারে। তা ছাড়া আফগানিস্তান র‍্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে, আসন্ন সিরিজে তাদেরকেই ফেভারিট বলতে হবে।’

এই সিরিজে বাংলাদেশের জন্য বড় বাধা হতে পারে আফগানিস্তানের তরুণ লেগ স্পিনার রশিদ খান। যার সঙ্গে মাত্রই আইপিএল থেকে খেলে এসেছেন সাকিব। আফগান স্পিনার সম্পর্কে ভালোই জানা বাংলাদেশ অধিনায়কের। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার মনে হয়, রশিদ খানকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। তার বিষয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই।’

আর ভারতের উইকেট সম্পর্কে সাকিব বলেন, ‘আসলে দেরাদুনে এর আগে কখনই খেলা হয়নি, তাই উইকেট সম্পর্কে খুব একটা ধারণা নেই। আশা করছি ভালো উইকেট হবে।’

আর আপিএলের অভিজ্ঞতা নিয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলেন, ‘সবকিছু ভালোই হয়েছে। ফাইনালে সাফল্য পেলে হতো।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত