কোস্টারিকার ২৩ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা

প্রকাশ | ১৫ মে ২০১৮, ১৬:৪১

অনলাইন ডেস্ক

চলতি বছরের ১৪ জুনে শুরু হওয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে কোস্টারিকা। এবারের আসরে কোস্টারিকা গ্রুপ ই’তে রয়েছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়া। ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে দলটি।

কোস্টারিকার ঘোষিত দলে আছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাস। এছাড়াও দলে জায়গা পেয়েছেন এমএলএস, মিনেসোটা ইউনাইটেড ও ডিসি ইউনাইটেডের একঝাক তারকা।

কোস্টারিকার ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: কেইলর নাভাস, প্যাট্রিক পেম্বেরটন, লিওনেল মোরেইরা।
রক্ষনভাগ: ক্রিশ্চিয়ান গাম্বোয়া, ইয়ান স্মিথ, রোনাল্ড মাতারিতা, ব্রায়ান ওভেইদো, অস্কার দোয়ার্তে, জিয়ানকার্লো গঞ্জালেস, ফ্রান্সিস্কো কালভো, কেন্ডাল ওয়াস্টন, জনি একস্তা।
মধ্যমভাগ: ডেভিড গুজমেন, ইয়েলেৎসিন তেজেদা, সেলসো বোরগেস, রেনডেল আজোফেইফা, রোডনি ওয়ালেস, ব্রায়ান রুইজ, ড্যানিয়েল কলিন্ড্রেস, ক্রিশ্চিয়ান বোলানোস।
আক্রমণভাগ: জোহান ভেনেগাস, জোয়েল ক্যাম্পবেল, মার্কো ইউরেনা।

সাহস২৪.কম/খান/মশিউর