লিগ ইতিহাসে ম্যানসিটির সেঞ্চুরি

প্রকাশ | ১৪ মে ২০১৮, ১২:৩৯

ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে পয়েন্ট টেবিলে সেঞ্চুরি করল ম্যানচেস্টার সিটি। এই লিগের শেষ দিনে সাউদাম্পটনের বিপক্ষে জিতে প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগ ইতিহাসে ১০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করল পেপ গার্দিওলার ম্যানসিটি। এই জয়ে দলীয় ও ব্যক্তিগত আরো দুটি রেকর্ড গড়েছে ইংলিশ ক্লাবটি।

এবারের লিগে ম্যানচেস্টার সিটির জন্য রেকর্ড গড়ার মৌসুম। পাঁচ ম্যাচ হাতে রেখেই লিগ জিতে নিয়েছে তারা। এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও তাদের দখলে।

১৩ মে (রবিবার) দিবাগত রাতে স্বাগতিক সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ম্যানসিটি।

সাউদাম্পটনের মাঠে নেমেছিল গার্দিওলার শিষ্যরা। এদিন হাড্ডাহাড্ডি ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে কোনো গোলই করতে পারেনি দু’দল। তখন পয়েন্ট সেঞ্চুরির আশাই ছেড়ে দিয়েছিল গার্দিওলাসহ সমর্থকরা। কিন্তু অবশেষে অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে একমাত্র জয়সূচক ও ঐতিহাসিক রেকর্ডের গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।

এ জয়ের ফলে ১০০ পয়েন্টের রেকর্ড গড়ল গার্দিওলারা। পাশাপাশি লিগে এক মৌসুমে সর্বোচ্চ ৩২টি জয়ের রেকর্ড গড়ল দলটি।

দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে থেকে সর্বোচ্চ ব্যবধানে লিগ জয়ের রেকর্ড গড়লো সিটিজেনরা। আগের ম্যাচেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছিল তারা। গার্দিওলার শিষ্যদের জন্য এক রেকর্ডময় মৌসুম শেষ হলো।

সাহস২৪.কম/খান/মশিউর